You will not be allowed to compare more than 4 products at a time
View compare
ভাগবত পুরাণ (হিন্দিতে শ্রীমদ ভাগবত কথা) প্রাচীন কালের সমস্ত পুরাণের মধ্যে অন্যতম সম্মানিত পুরাণ। ভাগবত পুরাণ কথা (শ্রীমদ ভাগবত কথা) হিন্দুদের ধর্মীয়, সামাজিক ও ধর্মনিরপেক্ষ নিয়ম প্রতিষ্ঠায় সর্বদা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সমাজ। এটি বৈষ্ণব সম্প্রদায়ের প্রধান গ্রন্থ। ভাগবত পুরাণে বেদ, উপনিষদ এবং দর্শনের রহস্যময় ও রহস্যময় বিষয়গুলি অত্যন্ত সরলতার সাথে বর্ণনা করা হয়েছে। একে ভারতীয় ধর্ম ও সংস্কৃতির বিশ্বকোষ বলাই বেশি সঙ্গত হবে।